মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগে আজ সুপার টুইজডে নাইট

ফুটবল ভক্তরা খুব ব্যস্ত একটি রাত পার করবে আজ। কারণ আজ রাতেই মেলা জমছে ক্লাব ফুটবলের বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট বেশ কয়েকটি খেলার। যেখানে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানসিটির মত বড় ক্লাবগুলো।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ ডে-৫ এর ৮টি খেলা অনুষ্ঠিত হবে। যার মধ্যে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে দুটি খেলা এবং বাকি ৬টা ম্যাচ শুরু হবে রাত ১ টায়।

অস্ট্রিয়ান ক্লাব আরবি সালসবার্গের বিপক্ষে আজ রাত পৌনে ১১টায় মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম দেখার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো।

চেলসি ৪টি ম্যাচ খেলে ২টি জয় এবং ১টি হার এবং এক ড্র-এ ৭ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১টি জয় এবং তিনটি ড্র নিয়ে দুইয়ে আছে সালসবার্গ।

রাত পৌনে ১১টায় অন্য ম্যাচে স্প্যানিস ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। দুটি দলই এর আগে দুটি করে ম্যাচ হেরে এবং ড্র করে 'জি' গ্রুপের তলানিতে পড়ে আছে। আজকের ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে কোন দল প্রথম পর্ব থেকে বিদায় নেবে আর কোন দল যোগ দেবে ইউরোপায়। এর আগে চলতি মৌসুমে প্রথম দেখায় দুই দল গোলশূন্য ড্র করেছিল।

রাত ১টায় ‌'জি' গ্রুপের আরও একটি ম্যাচে দ্বিতীয় লেগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের। এর আগের দেখায় ২-১ ব্যবধানে জয় পেয়েছিলো ম্যানসিটি। ওই ম্যাচে চলতি মৌসুমে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেয়া আর্লিং হাল্যান্ড একটি গোল করে সিটিকে জয়ের স্বাদ দেন।

অন্যদিকে রাত ১টার আরেক ম্যাচে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি লিপজিগের। পূর্বের দেখায় লিপজিগের জালে দুই গোল দিয়ে জয় পেয়েছিলো মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে নেই সেরা তিন তারকা করিম বেনজেমা, ফেদে ভালভার্দে এবং লুকা মদ্রিচ। তিনজনেরই হালকা ইনজুরি রয়েছে।

একই সময়ে স্কটিস ক্লাব সেলটিক মুখোমুখি হবে ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেতস্কের। এ ম্যাচে যদি সেলটিক হেরে যায়, তাহলে তারা বাদ পড়ে যাবে এবং শাখতার চলে যাবে ইউরোপায়। তবে তারা যদি জিততে পারে তাহলে ইউরোপায় যাওয়ার সুযোগ থাকবে স্কটিশ ক্লাবটির।

রাত ১টার 'এইচ' গ্রুপের ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসির দল পিএসজি মুখোমুখি হবে ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফার। এর আগের দেখায় ম্যাকাবি হাইফার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিলো পিএসজি। এই ম্যাকাবি হাইফাই আগের ম্যাচে হারিয়ে দিয়েছিল জুভেন্টাসকে।

এছাড়া এই গ্রুপের আরেক ম্যাচে একই সময়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার। পূর্ব দেখায় বেনফিকার কাছে ২-১ গোলে পরাজয় বরণ করেছিলো জুভেন্টাস। এই গ্রুপে আজ রাতের খেলায় নির্ধারণ হবে কোন দল বাদ পড়ছে আর কোন দল যাচ্ছে ইউরোপায়। পয়েন্ট টেবিলের তলানিতে সমান ৩ পয়েন্ট অবস্থান করছে জুভেন্টাস এবং ম্যাকাবি।

কেএ/আইএইচএস



Advertiser