ঘূর্ণিঝড় সিত্রাং কেটে যাওয়ার পর চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের রানওয়ে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকব উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার বিকেল তিনটা থেকে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ১২টার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দুপুর ১২টায় মাস্কাট থেকে সালাম এয়ারের বিলম্বিত ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে অন্তত ১১টি নির্ধারিত ফ্লাইট আসতে পারেনি। এর মধ্যে দুবাই, শারজাহ, কুয়েত, মাস্কাট থেকে বাংলাদেশ বিমান, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, ইউএস-বাংলা, সালাম এয়ারের কয়েকটি ফ্লাইট ছিল। তন্মধ্যে সকাল ৯টা ২০ মিনিটে আসার কথা ছিল সালাম এয়ারের ফ্লাইটটি।
ইকবাল হোসনে/এমআইএইচএস/জেআইএম