রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৭ অক্টোবর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি বলা হয়েছে- দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে সর্বোচ্চ ১৫ কিলোমিটার। এছাড়াও আজ সকালে বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ ছিল বলে জানানো হয়েছে।
তবে আগামী ৭২ ঘণ্টায় এর তেমন কোনো পরিবর্তন হওয়ার আভাস না থাকলেও তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টার খবরে বলা হয়, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকা, ভোলা ও রংপুরে ২৪ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সন্দীপে ছিল সর্বোচ্চ ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এমআইএস/আরএডি/এমএস