শনিবার, ৮ অক্টোবর, ২০২২

এক্সনের সাখালিন ১ তেল-গ্যাস প্রকল্প বাজেয়াপ্তের নির্দেশ পুতিনের

রাশিয়ার পূর্বাঞ্চলে মার্কিন কোম্পানি এক্সন মোবিল করপোরেশন পরিচালিত শাখালিন-১ তেল-গ্যাস প্রকল্প বাজেয়াপ্ত করতে ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে দেশটিতে এক্সনের বৃহত্তম বিনিয়োগ মারাত্মক ক্ষতির মুখে পড়লো। খবর রয়টার্সের।

পুতিনের ডিক্রিতে বিদেশি অংশীদাররা প্রকল্পটিতে অংশীদারত্ব বজায় রাখতে পারবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে রুশ সরকারের হাতে।

সাখালিন-১ প্রকল্পে এক্সনের ৩০ শতাংশ শেয়ার রয়েছে। তার অংশীদার হিসেবে রয়েছে রুশ কোম্পানি রোসনেফট, ভারতের ওএনজিসি বিদেশ এবং জাপানের সোডেকো।

রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে সাখালিন-১ প্রকল্পে দৈনিক ২ লাখ ২০ হাজার ব্যারেল তেল উৎপাদন হতো। কিন্তু গত জুলাইয়ে তা কমে দৈনিক মাত্র ১০ হাজার ব্যারেলে দাঁড়ায়।

ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর ঝাঁকে ঝাঁকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসেই রাশিয়ায় কার্যক্রম গুঁটিয়ে নেওয়ার উদ্যোগ শুরু করেছিল এক্সন। কিন্তু রুশ সরকারের সঙ্গে মার্কিন কোম্পানিটির বিরোধ ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে বিষয়টি আন্তর্জাতিক সালিশি আদালতে নেওয়ার হুমকি দেয় এক্সন।

শুক্রবার পুতিনের ডিক্রির পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এক্সন কর্তৃপক্ষ। জাপানের সোডেকোর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জাপানি শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা পুরো ঘটনার তথ্য সংগ্রহ করছেন এবং অংশীদারদের সঙ্গে কথা বলছেন।

সোডেকোর ৫০ শতাংশ শেয়ারের মালিক জাপান সরকার। গত জুন থেকে দেশটি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে।

গত এপ্রিলে এক্সন বলেছিল, সাখালিন-১ এর কার্যক্রম স্থানান্তর করতে অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। কোম্পানিটি রাশিয়ায় জ্বালানি উৎপাদন কমিয়েছে এবং কর্মীদেরও বাইরে সরিয়ে নিয়েছে।

এক্সনের দাবি, গত আগস্টে পুতিনের জারি করা এক ডিক্রির ফলে সাখালিন-১ থেকে নিরাপত্তা ও পরিবেশগতভাবে নিরাপদ প্রস্থান কঠিন হয়ে উঠেছে। মার্কিন কোম্পানিটি এরপর একটি ‘নোট অব ডিফারেন্স’ ইস্যু করে। সালিসি আদালতে যাওয়ার আগে প্রাথমিক আইনগত পদক্ষেপ এটি।

শুক্রবারের ডিক্রিতে বলা হয়েছে, রাশিয়ার সরকার একটি রুশ কোম্পানি প্রতিষ্ঠা করছে। এটি পরিচালনা করবে রোসনেফট সাখালিনমর্নেফতেগাজ-শেলফ, যে সাখালিন-১ এ বিনিয়োগকারীদের অধিকারের মালিক হবে। বিদেশি অংশীদাররা নতুন কোম্পানি তৈরি হওয়ার পরে রুশ সরকারের কাছে নতুন সত্তার শেয়ার চাইতে এক মাস সময় পাবে।

এর আগে, গত জুলাইয়ে একইভাবে ডিক্রি জারির মাধ্যমে ব্রিটিশ কোম্পানি শেল এবং জাপানের মিৎসুই ও মিতসুবিশি করপোরেশনের মালিকানাধীন সাখালিন-২ প্রকল্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় রুশ সরকার।

কেএএ



Advertiser