বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

আহমেদ বিন আলি স্টেডিয়াম: বাদশাহর সম্মানে বিশ্বকাপের ভেন্যু

কাতারের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব আল-রাইয়ানের হোম ভেন্যু এই আহমাদ বিন আলি স্টেডিয়াম। পুরনো ভেন্যু ঠিক পাশেই নতুন করে বিশ্বকাপকে সামনে রেখে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৪০ হাজার।

এডুকেশন সিটির কাছেই এই ভেন্যুর জন্য একটি মেট্রো স্টেশন রয়েছে। এখানে আসলে সমর্থকরা মধ্যপ্রাচ্যের মরুভূমির আবহ দেখতে পাবে। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামটিরও ধারণক্ষমতা বিশ্বকাপের পর অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

১৯৬০-৭২ সাল পর্যন্ত কাতারের বাদশাহ ছিলেন আহমাদ বিন আলি আল থানি। তেলসমৃদ্ধ ধনী যে কাতারকে আজ দেখা যাচ্ছে, তা অনেকটা থানির হাত ধরেই গড়ে ওঠা। তার শাসনামলে বেশকিছু নতুন তেলক্ষেত্র আবিষ্কার হয় এবং সে সময় দেশটির আর্থিক অবস্থার আমূল পরিবর্তন আসে। ১৯৭৭ সালে লন্ডনে মৃত্যুবরণ করা আমিরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

Ali Stadium

রাজধানীর মধ্যভাগ থেকে ২০ কিলোমিটার পশ্চিমে আল রাইয়ানে স্টেডিয়ামটি অবস্থিত। এর নকশা ও আশেপাশের ভবনগুলোতে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকগুলো অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছে। মরুভূমির বালির টিলা ও ইসলামিক স্থাপত্য দ্বারাও অনুপ্রাণিত আহমাদ বিন আলি স্টেডিয়াম।

দ্বিতীয় রাউন্ড পর্যন্ত টুর্নামেন্টের মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। কাতারের ঘরোয়া ফুটবলের দল আল-রাইয়ান ও আল-খারিথিয়াত ক্লাব এই স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে থাকে।

এর আগে ২০০৩ সালে যখন প্রথম এই স্টেডিয়াম নির্মিত হয়, তখন এর ধারণক্ষমতা ছিলো ২১ হাজার। বিশ্বকাপকে সামনে রেখে পুরনো ভেন্যুর ঠিক পাশে নতুন করে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। সংস্কারের পরই ৪০ হাজারে গিয়ে দাঁড়ায়-এর ধারণ ক্ষমতা।

নতুন করে নির্মাণের পর ২০২০ সালের ১৮ ডিসেম্বর আমির কাপ-২০২০ এর ফাইনালের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই স্টেডিয়ামটির। বিশ্বকাপের পর স্টেডিয়ামটির ধারণক্ষমতা আবার ২০ হাজারে নামিয়ে নিয়ে আসা হবে। এছাড়াও পূর্বের ন্যায় আল-রাইয়ান স্পোর্টস ক্লাবের হোম ভেন্যু হিসেবেই ব্যবহৃত হবে।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যে সব খেলা

গ্রুপ পর্ব

১. ২১ নভেম্বর, গ্রুপ 'বি', যুক্তরাষ্ট্র-ওয়েলস, রাত ১ টা
২. ২৩ নভেম্বর, গ্রুপ 'এফ', বেলজিয়াম-কানাডা, রাত ১ টা
৩. ২৫ নভেম্বর, গ্রুপ 'বি', ওয়েলস-ইরান, বিকেল ৪ টা
৪. ২৭ নভেম্বর, গ্রুপ 'ই', জাপান-কোস্টারিকা, বিকেল ৪ টা
৫. ২৯ নভেম্বর, গ্রুপ 'বি', ওয়েলস-ইংল্যান্ড, রাত ১ টা
৬. ১ ডিসেম্বর, গ্রুপ 'এফ', ক্রোয়েশিয়া-বেলজিয়াম, রাত ৯ টা

দ্বিতীয় রাউন্ড

৭. ৩ ডিসেম্বর, সি-১ : ডি-২, রাত ৯ টা

আইএইচএস/

 



Advertiser