শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরে পৌরসভা-ইউপি নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

পৌরসভা ও তিনটি ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত ফরিদপুরের আলফাডাঙ্গা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান। সাদা-কালো হ্যান্ডবিল নিয়ে মেয়র, চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থী ও সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। চলছে উঠান বৈঠক ও নির্বাচনী সভা। ভোটারদের মন যোগাতে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। সাবেক, বর্তমান ও নতুন প্রার্থীরা সবাই উন্নয়নের অঙ্গীকার করে যাচ্ছেন। যুব-বয়স্কদের বুকে জড়িয়ে ধরছেন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ।

UP-Election1

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, খুপরি চায়ের দোকান, হোটেলসহ সব জায়গাতেই এখন আলোচনা নির্বাচন ঘিরে। প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা আর নানা জল্পনা-কল্পনা। সকাল থেকে রাত পর্যন্ত গান-ছন্দে প্রার্থীদের নজরকাড়া ভোট প্রার্থনা। মাইকের আওয়াজে আন্দোলিত এখন অলিগলি, গ্রাম-পাড়া-মহল্লা। এছাড়া সামাজিক মাধ্যমে চলছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা। শীত উপেক্ষা করে গণসংযোগে রাতদিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এদিকে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে পৌরসভা ও তিনটি ইউনিয়নেই মাঠে রয়েছেন একাধিক স্বতন্ত্র প্রার্থী।
মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে কাউন্সিলর, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। নারী প্রার্থীদের সঙ্গে মাঠে নেমেছেন স্বামী-সন্তানরাও। তেমনি পুরুষ প্রার্থীদের পক্ষে স্ত্রী-সন্তানরাও বসে নেই।

সবার আশা ভোট যুদ্ধে তারই জয় হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে কোনো প্রার্থীকে নিরাশ করছেন না। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ পৌরসভা ও ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

এবারের আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচনে উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আবার অধীর আগ্রহে অপেক্ষ করছে আধুনিক প্রক্রিয়ায় ভোট দিতে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ বলেন, নির্দ্বিধায় যেন মানুষ ভোটা দিতে পারে এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে।

UP-Election3

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউপিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোটের ব্যবস্থার জন্য যা যা করতে হবে, তাই করা হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবেন। জনগণ যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন। এখানে ভয়ের কোনো কারণ নেই।

২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আলফাডাঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৮৪৯, বুড়াইচ ইউপিতে ১৬ হাজার ২৭১, গোপালপুর ইউপিতে ১৩ হাজার ৮৪৮ ও আলফাডাঙ্গা ইউপিতে সাত হাজার ৫৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এন কে বি নয়ন/জেএস/এমএস



Advertiser