মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থী এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ওই বিদ্যালয়ের সামনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তণ শিক্ষার্থীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানূরাগী প্রকৌশলী মো.আলী হোসেন। প্রাক্তণ শিক্ষার্থী মো.সাব্বির হোসেন সিজার ও মেফতাহুন জান্নাত লিপছির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্ষণ শিক্ষার্থী আইনুর রহমান।
বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক আলহাজ্ব রমজান আলী,আলহাজ্ব আব্দুস সোবহান,আলহাজ্ব মোজাম্মেল হক,আজির উদ্দিন,মমিনুর রহমান,শাহিনুর রহমান,সাংবাদিক হারুন আল রশীদ,প্রাক্তণ শিক্ষার্থী প্রধান শিক্ষক আহসান হাবিব,সহকারি শিক্ষক রোকনুজ্জামান,সহকারি শিক্ষক আসাদুজ্জামান মিঠু,যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সট্যাক্টর আরমান হাবিব,ইব্রাহিম খলিল,তরিকুল মোরছালিন,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম,আতাউর রহমান প্রমুখ। পরে উপস্থিত প্রাক্তণ শিক্ষকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া মৃত্যুবরণকারী শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
The post ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষকদের পুনর্মিলনী appeared first on গোবি খবর.