মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

যে রঙের গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে

গাড়ি কেনার আগে সবাই যে ব্যাপারটি নিয়ে বেশি ভাবেন তা হচ্ছে গাড়ির রং। তবে গাড়ির রং বাছাইয়ের সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই রংই যেন দুর্ঘটনার কারণ না হয়। আপনাকে এমন একটি গাড়ির রং বাছাই করতে হবে যেটির আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

যদিও গাড়ি দুর্ঘটনার কারণ শুধু গাড়ির রং নয়, আরও অনেক কারণেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারেন। তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, কালো রঙের গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে। এরপরই তালিকায় আছে ধূসর এবং রূপালি রঙের গাড়ি। সমীক্ষকরা জানাচ্ছেন, যত গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, তার মধ্যে ৪৭ শতাংশ ছিল কালো রঙের গাড়ি।

বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, কালো রঙের গাড়ির দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এর কারণ হিসেবে গবেষকদের মত, কালো গাড়ি দেখা যেতে সমস্যা হয়। বিশেষ করে রাতে। এমনকি অন্য গাড়ির চালকদেরও এই রঙের গাড়ি নিয়ে সমস্যা হয়। এছাড়াও এই তালিকায় আরও নীল, লাল এবং সবুজ রঙের গাড়ি। এই রঙগুলো উজ্জ্বল হলেও দুর্ঘটনার কবলে পড়ে অনেক বেশি।

অন্যদিকে সমীক্ষকরা বলছেন, সাদা, হলুদ, কমলা, সোনালি রঙের গাড়ি সবচেয়ে কম দুর্ঘটনার কবলে পড়ে। যদিও এর সঙ্গেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার কারণ শুধুই রং নয়। চালকের মনঃসংযোগের উপর অনেকটা নির্ভর করে। এছাড়াও চালকের অ্যালকোহল বা মাদক গ্রহণ, উল্টাপাল্টা ড্রাইভিং গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ।

সূত্র: ভিকটিমস লইয়ার

কেএসকে/জেআইএম



Advertiser