রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরুর মাংসের দাম। একই সঙ্গে দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। তবে কমেছে টমেটো, কাঁচামরিচ ও আলুর। এছাড়া চাল, ডাল, তেল ও মাছসহ কিছু সবজির দাম অপরিবর্তিত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৬৭০-৭০০ টাকা। গত দুই সপ্তাহ আগে যা বিক্রি হয়েছিল ৬২০-৬৫০ টাকা কেজি দরে। তবে অপরিবর্তিত ছাগলের মাংসের দাম। গত সপ্তাহের মতোই ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ৫০০ টাকার নিচে মিলছে না দেশি মাছ
সিটি বাজারের মাংস বিক্রেতা আলী হোসেন বলেন, ‘বাজারে গরুর দাম বেড়েছে। বেশি দামে গরু কিনলে মাংসের দামও বাড়াতে হয়।’
সবজি বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি টমেটো ৫-১০ টাকা কমে ৩৫-৪০ টাকা, গাজর আগের মতোই ৩৫-৪০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ২০-২৫ টাকা, গোল বেগুন ৩৫-৪০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, করলা (উস্তে) ১২০-১৪০ টাকা, কাঁচামরিচ ৯০-১০০ টাকা থেকে কমে ৬০-৭০ টাকা, মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ৩০-৩৫ টাকা, মুলা আগের মতোই ১৫-২০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা বিক্রি হচ্ছে।
প্রতিপিস লাউ ৫০-৬০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা পিস, লেবু প্রতিহালি ১২-১৫ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আগের মতোই আদার কেজি ১১০-১২০ টাকা ও ১১০-১২০ টাকা বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়।
আরও পড়ুন: নওগাঁয় কেজিপ্রতি ২-৫ টাকা বেড়েছে চালের দাম
বাজারে নতুন আসা মিষ্টি আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। খুচরা বাজারে নতুন কার্ডিনাল আলু গত সপ্তাহের দামেই ২৫-৩০ টাকা, শিল ও ঝাউ আলুর দাম কমে ৩৫-৪০ টাকা এবং গ্রানুলা (সাদা) আলু ২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এ সপ্তাহে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা ফিরোজ বলেন, ‘শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি হচ্ছে। বাজারে কাঁচামরিচের দাম কমলেও করলার (উস্তা) দাম আকাশচুম্বী। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।’
খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ১৫৫-১৬০ টাকা, পাকিস্তানি মুরগি গত সপ্তাহের মতোই ২৪০-২৫০ টাকা, দেশি মুরগি ৪১০-৪২০ এবং পাকিস্তানি লেয়ার বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা কেজি দরে।
সিটি বাজারের মুরগি বিক্রেতা আমিরুর ইসলাম বলেন, ‘পোলট্রি মুরগির খাবারের দামের সঙ্গে নির্ভর করে দামও। আমদানি কমলে দামও বাড়ে। দাম বাড়ায় বিক্রিও কমে গেছে।
খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৮৭ টাকা এবং দুই লিটার ৩৭৪ টাকা এবং খোলা সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: বেড়েছে সবজির দাম, চাল-মুরগিও ঊর্ধ্বমুখী
চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে আকারভেদে প্রতিকেজি রুই ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০ টাকা, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসজে/জেআইএম