তরুণ লেখক রাফসান রোহানের দ্বিতীয় উপন্যাস ‘আমি পাই না ছুঁতে তোমায়’ প্রকাশ হতে যাচ্ছে আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে। লেখকের করা প্রচ্ছদে বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী।
বইফেরী ও রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। সঙ্গে থাকবে লেখকের অটোগ্রাফ। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বিশেষ ছাড়ে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক মো. আবদুল হাকিম।
রাফসান রোহানের প্রথম উপন্যাস ‘নিরুদ্দেশ’ ২০২২ সালে প্রকাশ হয় দূরবীণ থেকে। যা পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। নতুন বইটির অপেক্ষায় আছেন লেখক।
এসইউ/এমএস