অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে সাহাদাত হোসেনের কবিতার বই ‘ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার’। ৩৬টি কবিতা নিয়ে এটি তার প্রথম বই। বইটির প্রচ্ছদ নিজেই করেছেন।
বইটি প্রকাশ করেছে নোটবুক প্রকাশন। বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা। ব্টমেলায় বইটির পরিবেশক আলোর ঠিকানার ৪৯৪ নম্বর স্টলে পাওয়া যাবে।
আরও পড়ুন: বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দশম বই
কবি সাহাদাত হোসেন বলেন, ‘একটি টাইম ট্র্যাভেল থেকে ফিউচারিস্টিক পর্যন্ত কল্পনাগুলো কবিতায় সাজিয়েছি। শেষ দৃশ্যে তুমি, অ্যালকোহলের ঘ্রাণ, বসন্তের নাট্যমঞ্চ, আইয়্যামে জাহেলিয়াতের ফুল কবিতাগুলো ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার বইয়ের বিশেষ অর্থ বহন করেছে।’
লেখালেখির পাশাপাশি সাহাদাত হোসেন একজন চিত্রশিল্পী। এবার বইমেলা উপলক্ষে বেশকিছু বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।
এসইউ/এমএস