ভালোবাসা দিবস উপলক্ষে বৈশাখী টিভির বিশেষ আয়োজন করেছে। এই আয়োজনে রয়েছে চারটি নাটক, তিনটি সিনেমা এবং বিশেষ সংগীতানুষ্ঠান।
ভালোবাসার গান নিয়ে বৈশাখী টিভির পর্দায় হাজির হবেন জননন্দিত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল। ‘বৈশাখীর ভালোবাসার গান’ নামে অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল সন্ধ্যা ৬টায়। রুকাইয়া জাহান চমকের উপস্থাপনায় যৌথভাবে প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান।
আরও পড়ুন: ভালোবাসা দিবস উপলক্ষে বিপ্লব সাহার গান
রাত ৮টায় প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘টেক অফ’। পরিচালনা অমিতাভ রেজা চৌধুরী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘একটা তুমি লাগবে’। নাটকটিটি পরিচালনা করেছেন রাকা নোশিন নাওয়ার। রাত ৯টা ৩৩ মিনিটে প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক সাকিব ফাহাদ পরিচালিত ‘সময় সব জানে’।
আরও পড়ুন: ভালোবাসা দিবস উপলক্ষে এফ এ প্রীতমের নতুন গান
রাত ১০টা ২১ মিনিটে প্রচার হবে নাটক ‘ইয়েস স্যার’। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটিটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, পারিয়া শাহরিন, গোলাম কিবরিয়া তানভির, টিউলিপ চৌধুরী, রকি খান, শিখা মৌসহ অনেকে।
তিনটি সিনেমার মধ্যে- সকাল ১০টা ১০ মিনিটে সম্পূর্ণ প্রেমের ছবি ‘ভালোবাসার গল্প’। এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, যীশু প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে সালমান শাহ, মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’। রাত ১২ টায় প্রচার হবে ফেরদৌস, শাবনূর, মিশা অভিনীত ‘তুমি বড় ভাগ্যবতী’।
এমআই/এমএমএফ/জেআইএম