সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

সাংবাদিক আলমগীর সবুজের মায়ের ইন্তেকাল

দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আলমগীর সবুজের মা জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার বাদ মাগরিব চট্টগ্রামের রাউজান থানার পাঁচখাইন মাঝিপাড়া মসজিদ ঈদগা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে সাংবাদিক নেতারা মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস



Advertiser