মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ধামইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীণ মুক্ত ঘোষণা

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীণ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ ঘোষণা করেন।

উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং এ তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ উপজেলায় বুধবার ১৪০ জন কে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এর মাধ্যমে হালনাগাদ (জানুয়ারী’২০২২) অনুযায়ী এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীণ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়েছে। এ উপজেলায় প্রথম পর্যায়ে ১৫০ জন,দ্বিতীয় পর্যায়ে ২০ জন,তৃতীয় পর্যায়ে ৭৭ জন এবং ৪র্থ পর্যায়ে ১৪০ জন মোট ৩৮৭ জনকে পুর্নবাসন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.তৌফিক আল জুবায়ের,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আইয়ুব আলী,উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ,উপজেলা বিআরডিবি কর্মকর্তা রামানন্দ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রকৌশলী মো.শফিকুল ইসলাম প্রমুখ।

The post ধামইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীণ মুক্ত ঘোষণা appeared first on গোবি খবর.



Advertiser