আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: বাল্য বিয়ে ও যৌতুক প্রথা প্রতিরোধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার সচেতনতামূলক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জাইকার সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান লিটনের সঞ্চালনায় ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, শান্তিরাম চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমুখ। ক্যাম্পেইনে ওই বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
The post সুন্দরগঞ্জে বাল্য বিয়ে ও যৌতুক নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন appeared first on গোবি খবর.