ঈদ শুনলেই খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে মন। সঙ্গে যদি যোগ হয় লা রিভের ঈদ ও ব্র্যান্ড এক্সক্লুসিভ-নার্গিসাস কালেকশনের পোশাক, তাহলে তো কথাই নেই! তাই তো সম্প্রতি আনন্দঘন পরিবেশে জমকালো ফ্যাশন শো ও ডিসপ্লে উন্মোচিত হলো।
শুরুতেই লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কোভিডের কঠিন সময়েও বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো নিজস্ব স্টাইল ও ডিজাইন তৈরি করে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে। ফ্যাশন-সাংবাদিকরাও দেশি ফ্যাশন ও কাপড়ের প্রসার-প্রচারে সমানতালে ভূমিকা রেখেছেন। ঈদ মানেই ইতিবাচকতা। এই কালেকশনের মাধ্যমে আমরা সবার মাঝে ইতিবাচকতার অনুরণন ছড়িয়ে দিতে চাই।’
তিনি বলেন, ‘ঈদের কালেকশন থিমের নাম রিলিজ। একটি দীর্ঘ অতিমারি শেষে আমরা মন খুলে উৎসব করতে পারছি। সেই শান্তি, আনন্দ আর উৎসব ফিরে পাওয়ার খুশি প্রকাশ করে যেসব রং, তা-ই এই কালেকশনের কালার প্যালেটের জন্য বাছাই করা হয়েছে। কাপড়ের ক্ষেত্রেও ঈদের খুশির আমেজকে প্রাধান্য দিয়েছে লা রিভ।’
মন্নুজান নার্গিস বলেন, ‘বেশ কয়েকটি থিম ও প্রিন্টস্টোরিতে ঈদের স্টাইলগুলো সাজানো হয়েছে। থাকছে পপস্টাইলে আঁকা ফুল দিয়ে সাজানো ফ্লোরাল পপ প্রিন্ট, চেক ও স্কয়ার বক্স প্রিন্ট, চাইল্ড-লাইক চার্ম ও পজিটিভ মেসেজিংয়ের মতো আকর্ষণীয় প্রিন্টস্টোরিগুলো।’
আরও পড়ুন: কোন রঙে আপনাকে বেশি মানাবে? বুঝবেন যেভাবে
নারীদের ঈদ কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ শাড়ি। জরি-কাতান, কাসাভু-কোটা, প্রিন্টেড হাফসিল্ক ও মসলিন দিয়ে ঈদের জন্য অসাধারণ একটি শাড়ির কালেকশন তৈরি করেছে লা রিভ। আরও থাকছে সালোয়ার কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লং ও মিডি টিউনিক, গাউন, টপস, শার্ট, ও আবায়া সেট। বটমস কালেকশনে থাকছে ম্যাচিং পালাজ্জো, কুলোটস প্যান্টস, লেগিংস, স্কার্ট ও প্যান্টস স্টাইলস।
এবারের নার্গিসাস কালেকশনের মূল ফিচার শিয়ার-লেয়ারিং। ঐতিহ্যবাহী মসলিনের মতো স্বচ্ছ কাপড়ে নিখুঁত হাতের কাজ নার্গিসাসের পোশাকগুলোয় ভিন্ন মাত্রার ফ্যাশন-দ্যোতনা যোগ করেছে। স্কার্ট-কামিজ সেট থেকে শুরু করে শারারা-কামিজ সেট, ফোর-পিস সালোয়ার কামিজ স্যুট, শ্রাগ-স্টাইল ডিজাইন, লং টিউনিক, শ্রাগ, শার্ট, রেট্রো-র্যাফল গাউন ও আঙরাখা প্যাটার্ন পিস, সবকিছুরই সবচেয়ে অভিজাত ডিজাইন যোগ হয়েছে কালেকশনে।
পুরুষের ঈদ কালেকশনে থাকছে রুচিশীল কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। বটমস কালেকশনে নানা ফিটের প্যান্ট পাজামা, ডেনিম ও চিনোস প্যান্টস, এবং লুঙ্গি ডিজাইন করা হয়েছে। সব বয়সের পুরুষের জন্য ম্যাচিং টুপিরও দারুণ একটি কালেকশন সাজিয়েছে লা রিভ।
শিশুদের ঈদের আনন্দ সম্পূর্ণ করতে সব ধরনের পোশাক থাকছে লা রিভের ঈদ কালেকশনে। বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং ঈদ পোশাক পাওয়া যাবে মিনি-মি কালেকশনে। মেয়েশিশুর জন্য টিউনিক, ফ্রক, ওভেন সেট, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করা হয়েছে। ছেলেশিশুর জন্য পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্টস ও পাজামা ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যও থাকছে ঈদের বিশেষ আয়োজন।
আরও পড়ুন: ১৫ বছরে উদ্যোক্তা রুবাবার ‘সেলাই’
হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে ঈদ উপলক্ষ্যে আকর্ষণীয় ডিজাইনের পণ্যসামগ্রী যোগ করা হয়েছে। হোমডেকোর বিভাগে বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম, ক্যান্ডেল ও ফ্লোর রাগ। অ্যাক্সেসরিজ বিভাগে থাকবে হিলস, স্লিপারস, স্যান্ডেল, শুজ, ম্যাচিং হ্যান্ডব্যাগ, বেল্ট, ওয়ালেট, হেয়ার অ্যাক্সেসরিজ ইত্যাদি।
সবশেষে তারকাবহুল ফ্যাশন শোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। লা রিভের ঈদ ও নার্গিসাস কালেকশনের সব স্টাইল এরই মধ্যে পৌঁছে গেছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে।বিস্তারিত জানতে প্রবেশ করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজে।
এসইউ/এএসএম