আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: ‘নিরাপদ জ্বালানি-ভোক্তাবান্ধব পৃথিবী’ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকালে স্থানীয় টাউনহলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনগুরুত্বপূর্ণ দিবসটির প্রতি গুরুত্বারোপ করে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডন, সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মনজুর কাদির মুকুল, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা হাট-বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি গোলাম আজম, শিল্পী ভোজনালয় ম্যানেজার আইয়ুব আলী, মিতালি হোটেল ম্যানেজার হারুন ও হোটেল রোমান ম্যানেজার সাগর মিয়া প্রমুখ।এসময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ব্যবসায়ি, সামাজিক, সাংস্কৃতিক, রাজননৈতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
The post পলাশবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা appeared first on গোবি খবর.