মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২ হাজার ৫৯০ জন কৃষকের বিনামূল্যে আউশ ধান,পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় দুই হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষককে ৫কেজি উফসী আউশ ধানবীজ,১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩১০ জন কৃষক প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়। এসব কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ,বিআরডিবি কর্মকর্তা রামানন্দ সরকার,উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন,সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্দিন এবং উপসহকারি কৃষি কর্মকর্তাগণ। এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধিও জন্য কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।
The post ধামইরহাটে ২৫৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ appeared first on গোবি খবর.