মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ধামইরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে। অবৈধভাবে গাছ কাটার অভিযোগ এনে ওই বিদ্যালয়ের এক প্রাক্তণ ছাত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগে জানা গেছে,উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে বেশ পুরাতন কিছু গাছ রয়েছে। চলতি মাসের ৫জুন তারিখে লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নুরল ইসলাম অপর দুইজন সহকারি শিক্ষকের সহযোগিতায় অন্যায় লাভের আশায় একটি বড় আকারের শিশু গাছ কর্তন করে। গাছটি কর্তন করে স্থানীয় ফতেপুর বাজারের আজাহার আলীর ছমিলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কৌশলে প্রধান শিক্ষক গাছটি কর্তন করে। বিষয়টি জানতে পেয়ে ওই বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও সদ্য মেয়াদোত্তীর্ণ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ভগবানপুর গ্রামের মাসুদ করিম সরদার বাদী হয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসাররের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ উত্তীণ হয়েছে গত বছরের ২৯ অক্টোবর।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নুরল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা ছিল না। তারপর উপজেলা নির্বাহী অফিস থেকে আমার বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ দায়ের করা হয়েছে মর্মে জানতে পারি। সরেজমিন স্কুলে গিয়ে দেখি বিদ্যালয়ের সীমানার বাহিরে ভগবানপুর গ্রামের শামীর ও রবিউল ইসলামের রেকর্ডীয় সম্পত্তির পুকুর পাড়ের একটি শিশু গাছ ঝড়ে পড়ে যায়। ওই গাছটি তারা কেটে নিয়ে গেছে। গাছ কাটার সাথে আমার এবং বিদ্যালয়ের অন্য কোন শিক্ষকের সম্পৃক্ততা নেই। তাছাড়া গাছটি বিদ্যালয়ের নয়।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন,সকালে সভায় যোগদানের জন্য জেলায় এসেছি। আমার কার্যালয়ে এধরণের কোন অভিযোগ এসেছে কিনা এই মুর্হুতে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

The post ধামইরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ appeared first on গোবি খবর.



Advertiser