মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে এক দিনমজুর মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,করোনায় আক্রান্ত হয়ে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত শংকরপুর গ্রামের ভূমিহীন কৃষক ছইমুদ্দিন (৭০) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পাঁচ মেয়ে সন্তানের জনক ছইমুদ্দিন ওই গ্রামের মৃত কছিমুদ্দীনের ছেলে। গত সোমবার সে জ্বর,কাশি ও উচ্চ রক্তচাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সনাক্তের জন্য নমুনা দেয়।
নমুনায় পজেটিভ আসলে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন,এ উপজেলায় বর্তমানে ২৩ জন করোনা আক্রান্ত রোগি রয়েছে। মোট ১২৭ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ্য হয়েছেন ৯৭ জন। মৃত্যুবরণ করেন ৫ জন। বর্তমানে দিন দিন পরিস্থিতি খারাপের দিকে এগুচ্ছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় সম্ভাবনা বেশি। জনগণ স্বাস্থ্য বিধি মেনে না চললে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
The post ধামইরহাটে করোনায় দিনমজুরের মৃত্যু,মোট আক্রান্ত ২৩ জন appeared first on গোবি খবর.
