রবিবার, ৩ অক্টোবর, ২০২১

২ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেলো দিনাজপুরের বিভিন্ন সড়ক

 

দিনাজপুরে দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলতি সপ্তাহে দিনাজপুরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দিনাজপুর ও আশপাশের কয়েকটি উপজেলায় বৃষ্টিপাত হয়। এই দুই ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে জেলা আবহাওয়া অফিস।

Dinajpur-(3).jpg

বৃষ্টির পরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের প্রধান প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এমনকি নিচু এলাকার বাসাবাড়ির ভেতরেও পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ড্রেনগুলো। এতে রাস্তায় উঠে গেছে ড্রেনের ময়লা। এতে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভের।

নিমনগর বালুবাড়ী এলাকার আবুল কাশেম বলেন, ‘ড্রেন-রাস্তাঘাটগুলো মেরামত না করায় শহরের এই অবস্থা হয়েছে। একটু বৃষ্টিতেই দিনাজপুর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।’

Dinajpur-(3).jpg

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল থেকে ২ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চলতি সপ্তাহে আরও মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের প্রথম দিকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এফআরএম/এমএস



Advertiser