পটুয়াখালী জেলা মহিলা দলের ১৫২ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপিতে বলা হয়েছে, আফরোজা বেগম সীমাকে সভাপতি এবং ফারজানা ইয়াসমিন রুমাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-পটুয়াখালী জেলা শাখার ১৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কেএইচ/এমআরএম/জিকেএস