শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জে নৌকার কার্যালয়ে আগুন

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন নির্বাচন‌ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাদেকুর রহমানের অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী সাদেকুর রহমানের ছেলে চিত্রনায়ক সায়মন সাদিক জানান, কে বা কারা জালালপুর বাজারের কাছের নৌকার অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় পোস্টার ও আসবাবপত্র পুড়ে যায়। সকালে নৌকার সমর্থকরা অফিসে গিয়ে এ অবস্থা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, নৌকার প্রার্থীর কার্যালয়ে ভোরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নূর মোহ‌াম্মদ/আরএইচ/জিকেএস



Advertiser