রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. মাইনুউদ্দিন ও মো. মিজানুর রহমান।
শুক্রবার (২৬ নভেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীতে বিশেষ অভিযান চালানোর সময় দারুস সালাম থানার গাবতলী বাঘবাড়ী এলাকায় কিছু মাদককারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে বলে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হলে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাইনুউদ্দিন ও মিজানুরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
টিটি/এআরএ/এমএস