শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

নায়ক সাইমনের বাবার নির্বাচনী অফিসে হামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাদেকুর রহমান।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা এই সাদেকুর রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিকের বাবা৷

বাবার জন্য ভোট চাইতে এলাকার জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। সরব রয়েছেন নির্বাচনী প্রচারণায়৷

jagonews24

আজ জানালেন, তার বাবার একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে তারা অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে করে অফিসের নানা মালামালের পাশাপাশি নির্বাচনী পোস্টার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়েছে।

এ হামলার প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়ে নায়ক সাইমন জাগো নিউজকে বলেন, 'আমাদের মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারের আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার আব্বু'র নির্বাচনী অফিস ভোর রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে!

jagonews24

পুড়িয়ে ফেলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ও সকল পোস্টার! বঙ্গবন্ধুর বাংলাদেশ এই উশৃংখলতা মেনে নেয়া কঠিন। আমরা এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

তিনি আরও বলেন, 'আল্লাহর রহমতে আব্বুর নির্বাচনী ফলাফল ভালো আসবে। সে ভয়েই অন্য প্রতিপক্ষরা আতংকে আছে৷ নানাভাবে আব্বুকে বাঁধাগ্রস্ত করতে এসব চোরা হামলা চালানো হচ্ছে। কিন্তু এসবে কোনো লাভ হবে না। জনগণ তাদের রায় সঠিক ব্যক্তির পক্ষেই দেবে।'

আসছে ২৮ নভেম্বর মহিনন্দ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলএ/এমএস



Advertiser