আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজ চত্ত¡রে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে শহীদ মিনার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলছুম স্মৃতি।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শাহ্ আলম মন্ডলের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কেএম সিদ্দিকুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম আরজু, প্রভাষক মিজানুর রহমান, আলমগীর প্রধান, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা ও ঠিকদার সাঈস চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা পরিষদের আওতাভুক্ত মেসার্স উৎফল ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটির সম্পন্ন করা হবে বলে জানা যায়। শেষে উপজেলার পবনাপুর মহিলা কলেজ চত্ত¡রে শহীদ মিনার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি অ্যাড. উম্মে কুলছুম স্মৃতি এমপি।
The post পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন appeared first on গোবি খবর.