আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ, রেজিস্ট্রেশন অফিসার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা ছাড়াও স্থানীয় এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post গাইবান্ধায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন appeared first on গোবি খবর.