শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

কঞ্চিপাড়াবাসীর আবারো সমর্থন  চান ইউপি চেয়ারম্যান লিটন মিয়া

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য শুক্রবার বিকেলে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সবুজ মিয়া, রোজেন মিয়া, সিদ্দিকুর রহমান বাবু, জয়নাল আবেদীন, আবু রায়হান রাজু সহ অনেকে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মারা যাওয়ার পর উপনির্বাচনে জয়ী হয়ে আড়াই বছর দায়িত্ব পালন করেছি। এসময় আমি কঞ্চিপাড়ার মাটি ও মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সরকারি সকল সুযোগ সুবিধা মাইকিং এর মাধ্যমে প্রচার করে সততার সহিত বাস্তবায়ন করেছি। মহামারী করোনার সময় নিজের জীবন বাজি রেখে কাজ করেছি। আমার প্রচেষ্টায় কঞ্চিপাড়ায় দুইটি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে অনেক গরীব দুঃখী মানুষ তাদের আশ্রয়স্থল খুঁজে পেয়েছে।
আমার প্রচেষ্টায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পরপর তিনবার কঞ্চিপাড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। আমার উদ্যোগের কারণে ২০২০ সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা পাওয়ায় কঞ্চিপাড়া, উদাখালী, গজারিয়া সহ কয়েকটি ইউনিয়নের মানুষ ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। আমার প্রচেষ্টায় এই ইউনিয়নে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারনে এলাকার মা-বোনেরা আমাকে নিজের ছেলের মত মনে করে। সবাই আমাকে নিজ সন্তানের মত ভাবে। সরকারের সকল সুযোগ সুবিধা আমি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের আওতায় এনেছি। বিগত নির্বাচনে কঞ্চিপাড়া ইউনিয়নের ৭ টি কেন্দ্রে বিপুল ভোটে প্রথম হয়েছি। সেই নির্বাচনে আমার পকেট থেকে কোন টাকা খরচ হয়নি। তিনি ভোটারদের কাছে দাবি রেখে বলেন, আগামী নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করব ইনশাল্লাহ।

The post কঞ্চিপাড়াবাসীর আবারো সমর্থন  চান ইউপি চেয়ারম্যান লিটন মিয়া appeared first on গোবি খবর.



Advertiser