হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নারী নিযার্তন প্রতিরোধে মানববন্ধন কর্মসুচি পালন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এনজি সংস্থা ও কিশোর কিশোরী ক্লাব। আন্তজাতিক নারী প্রতিপক্ষ দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলার বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, প্রশিক্ষক নাছরিন সুলতানা, তথ্য আপা শিল্পী খাতুন, নারী সংগঠক জুই সরকার, নারী নেত্রী চন্দ্রনা রানী প্রমুখ। বক্তাগণ নারী নির্যাতন বন্ধে সকলের সহায়তা কামনা করেন।
The post সুন্দরগঞ্জে নারী নির্যাতন রোধে মানববন্ধন appeared first on গোবি খবর.