হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে আগুনে পুড়ল গরু. ছাগলসহ পাঁচ লাখ টাকার সম্পদ। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের শফিউল হোসেনের গোয়াল ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে নিমিষের মধ্যে গোলায় ঘরে থাকা চারটি গরু, দুইটি ছাগলসহ পাঁচ লাখ টাকার সম্পদ পূড়ে যায়।
স্থানীয়দের চিৎকারে ঘুম থেকে জেগে উঠে শফিউলের পরিবারের লোকজন দেখতে পায় সবকিছু আগুনে পুড়ে গেছে। ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান জানান, চারটি গরু এবং দু্ইটি ছাগলসহ প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা, কম্বল, শুকনা খাবার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান, নবনিবার্চিত চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।
The post সুন্দরগঞ্জে আগুনে পুড়ল পাঁচ লাখ টাকার সম্পদ appeared first on গোবি খবর.