রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

ঝালকাঠি পল্লীবিদ্যুত সমিতি কর্মরত লাইনম্যান সাইফুলের বিরুদ্ধে উৎকোচ ও দায়িত্বে অবহেলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর পল্লীবিদ্যুত সমিতি অফিসের কর্মরত লাইনম্যান সাইফুলের বিরুদ্ধে উৎকোচ ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের মৃত কাদের মাঝী’র ছেলে জামাল মাঝি এ অভিযোগ করেন। তিনি লিখিত অভিযোগে উল্ল্যেখ করেন গত ২৫ ডিসেম্বর বেলা ১১টার সময় লাইনম্যান তার বাড়ীতে গিয়ে তাকে জানায় তার মিটার বোর্ডটি নরম হয়ে গেছে। তাই পাল্টাতে হবে। তবে নগদ ৫০০/-টাকা উৎকোচ বাবদ প্রদান করলে আর পাল্টাতে হবে না। টাকা প্রদান করতে অপরাগতা প্রকাশ করলে বাকবিতন্ডা ঘটে। ঐ ঘটনার কিছু সময় পর জামাল মাঝী তার অসুস্থ বৃদ্ধা মাতাকে নিয়ে ঝালকাঠি ডাক্তারের দেখাতে যান। আর সেই সুযোগে মিটার গ্রাহক পরিবারের অনুপস্থিতে সাইফুল মিটার খুলে আনতে যায়। তখন প্রতিবেশীরা মোবাইল ফোনের মাধ্যমে লাইনম্যান সাইফুল ও গ্রাহক জামালের সাথে কথা বলেন। সাইফুল জানায় তার মিটারের কোন ক্ষতি হবে না।

এই বলে মিটারটি খুলে নিয়ে আসে। দুইদিন পর পল্লীবিদ্যুত অফিসে যোগাযোগ করলে অফিস থেকে জানতে পারেন মিটারটি নষ্ট হয়েছে। মিটারের মূল্য দিয়ে নতুন মিটার ক্রয় করতে হবে। প্রায় ২৫ শত টাকা দিয়ে নতুন মিটার ক্রয় করে,প্রায় ১৫ দিন ঘোড়াঘুরি করার পর পুনরায় সংযোগ পায় জামাল মাঝী। জামাল মাজী জানায় সাইফুল ইচ্ছে করেই কোন রকম লিখিত নোটিশ ছাড়াই আমার মিটারটি খুলে নষ্ট করে অফিসে জমা দিয়ে আমাকে ভোগান্তিতে রেখেছে। আমি এর বিচার চাই। এ ঘটনার উল্্েযখ করে জেনারেল ম্যানেজার বরাবর একটা অভিযোগ জমা দেয়া হয়েছে। এখন পযর্ন্ত কোন প্রকার প্রতিউত্তর পাওয়া যায়নি। লাইনমাান সাইফুল এ বিষয়ে মুফোনে জানায়,সে টাকা চায়নি,দায়িত্বে অবহেলাও করেনি,অফিসের দায়িত্ব পালন করেছে। ঝালকাঠি পল্লীবিদ্যুত সমিতি’র জেনারেল ম্যানেজার মুঠোফোনে জানান, তিনি নতুন এসেছেন,তিনি কিছুই জানেন না। তিনি ডিজিএম কে বিষয়টি দেখতে বলেন।ডিজিএম রবিউল হোসেন জানায়,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

The post ঝালকাঠি পল্লীবিদ্যুত সমিতি কর্মরত লাইনম্যান সাইফুলের বিরুদ্ধে উৎকোচ ও দায়িত্বে অবহেলার অভিযোগ appeared first on গোবি খবর.



Advertiser