রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

সুন্দরগঞ্জে দুভোর্গে পথচারি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ শীতকাল, বৃষ্টি বাদলও নেই। অথচ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সড়কে হাটু পানি এবং কাঁদা। বন্ধ হয়ে গেছে প্রায় যোগাযোগ ব্যবস্থা। কবে মেরামত হবে পানি নিষ্কাশন নালা, তা কেউ জানে না। চরম দুভোর্গে পথচারিসহ যানবাহন। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। উপজেলার ঐতিহ্যবাহি পৌরসভার মীরগঞ্জ বাজারের ভিতর দিয়ে রংপুরগামী সড়কটির প্রায় ৩০০মিটার পর্যন্ত পানি নিষ্কাশন নালাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সে কারণে বাসা বাড়ি থেকে নেমে আসা পানি জমে কাঁদায় পরিনত হয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়েছে। ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সমুহ চরম বিপাকে পড়েছে। ময়লা,অর্বজনা, নোংরা পানির গন্ধে এলাকার পরিবেশ মারাত্বকভাবে দুষিত হয়ে পড়েছে। ওই এলাকায় অবস্থিত জনতা ব্যাংক লিমিটেডে টাকা উত্তোলন করতে আসা গ্রাহক রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিনের সমস্যা এটি। অথচ আজও সেটি মেরামত করা হয়নি।
মীরগঞ্জ বাজারটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা। তিনি বলেন, কাঁদা এবং পানির কারণে ব্যাংকে প্রবেশ করা যাচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কবে এই সমস্যার সমাধান হবে, তা আল্লাহ জানেন। হাটু পানি জমে থাকায় এবং কাঁদার কারণে এই এলাকায় এখন কোন গ্রাহক আসতে চায় না। দ্রুত পানি নিষ্কাশনের নালাটি মেরামত একান্ত দরকার। স্কুল শিক্ষার্থী সারাহ্ আক্তার জানান, পানি এবং কাঁদার কারণে প্রতিদিন জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া দূর্ঘটনার শিকার হচ্ছে অনেক শিক্ষার্থী। পৌর কাউন্সিলর ছামিউল ইসলাম জানান, পানি নিষ্কাশনে নালার কাজ চলছে। অল্প সময়ের মধ্যে নালাটি নিমার্ণ হবে। তখন আর এ সমস্যা থাকবে না। তাছাড়া ভ্রাম্যমান উপায়ে পানি বের করে দেয়ার মত কোন পথ নেই। সে কারণে সমস্যাটা দেখা দিয়েছে। পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু জানান, এটি দীর্ঘ ৪ হতে ৫ বছরের সমস্যা।  আমি পৌর মেয়র নির্বাচিত হওয়ার আগে ওই এলাকায় পানি নিস্কাশনের জন্য নালা নিমার্ণের টেন্ডার হয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের টালবাহানার কারণে নালা নিমার্ণ বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে নালা নিমার্ণ হয়ে যাবে। তখন আর সমস্যাটি থাকবে না।

The post সুন্দরগঞ্জে দুভোর্গে পথচারি appeared first on গোবি খবর.



Advertiser