পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনুতোষিক ও কল্যাণবিষয়ক একটি পৃথক তহবিল গঠন ও পরিচালনা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনুতোষিক ও কল্যাণবিষয়ক একটি পৃথক তহবিল গঠন ও পরিচালনা করার বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এ কমিটি পুনর্গঠন করা হলো। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিবকে (নগর উন্নয়ন-২) সভাপতি এবং এ বিভাগের উপসচিবকে (পৌর-১ শাখা) কমিটির সদস্যসচিব করা হয়েছে।
সাত সদস্যের কমিটির বাকিরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, বাংলাদেশের মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) এবং উপসচিব (পৌর-২ শাখা)।
কমিটি প্রয়োজনে কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে কো-অপ্ট করতে পারবে বলে এতে জানানো হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি দীর্ঘমেয়াদে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনুতোষিক ও কল্যাণবিষয়ক পৃথক তহবিল গঠন করা ও পরিচালনা করার বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।
স্থানীয় সরকার বিভাগের ২০১৯ সালের ৪ আগস্টের এ সংক্রান্ত অফিস আদেশ বাতিল করা হয়েছে বলেও নতুন এ আদেশে বলা হয়।
আইএইচআর/এএএইচ/এএসএম