‘শান্তি সম্প্রীতি উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে পাহাড়ে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি-বাঙালিদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে সম্প্রীতি কনসার্টের আয়োজন করা হয়।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে এপিবিএন আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত সম্প্রীতি কনসার্টের আয়োজন করে মহালছড়ি সেনা জোন ও মহালছড়ি উপজেলা পরিষদ।
সম্প্রীতি কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমুখ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কনসার্টে সম্প্রীতির বার্তা দিয়ে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান, পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমা, খাগড়াছড়ির অরণ্য ব্যান্ড এবং মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীরা।
সাম্প্রদায়িক সম্প্রীতির মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধশীল সংস্কৃতিকে তুলে ধরা হয় অনুষ্ঠানে।
মনোমুগ্ধকর এ পরিবেশনায় মহালছড়িবাসী অত্যন্ত আনন্দিত ও বিমুগ্ধ। সেনাবাহিনী ও উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার দীপ্ত শপথের কথা জানান উপস্থিত দর্শকরা।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এএসএম